বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৮ জুলাই ২০১৯
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন। চীনে পাঁচদিনের দ্বিপক্ষীয় সরকারি সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন শুরু হবে।

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে দেশটিতে পাঁচদিনের সরকারি সফর শেষে শনিবার (৬ জুলাই) দুপুরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফাইট (বিজি-১৭২৩) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে সরকারের মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। গত ১ জুলাই ঢাকা থেকে রওনা দিয়ে প্রধানমন্ত্রী চীনে পৌঁছান।

বহুল আলোচিত রোহিঙ্গা ইস্যুসহ চীন সফরে অর্জিত সাফল্যগুলো আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী। তবে প্রতিবারের মতো এবারো চীন সফর ছাড়াও বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে পারেন তিনি। সেখানে দেশের সর্বশেষ রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়টিও উঠে আসতে পারে।

এফএইচএস/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।