খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ২৫ নভেম্বর


প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।  বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এর সভাপতিত্বে সমাবর্তন প্রস্তুতি সম্পর্কে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভায় রেজিস্ট্রেশন করার সময়সীমা নির্ধারণ করা হয়।

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ৩১ আগস্ট ২০১৫ তারিখের মধ্যে যে সকল শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তাদেরকে ৫ম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ৬ অক্টোবর ২০১৫ এর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.ku.ac.bd প্রদত্ত নিয়মানুযায়ী রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে।

ওয়েব সাইটের অনলাইন আবেদন ফরম এর মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করতে হতে। রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখা থেকে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যারা ৫ম সমাবর্তনের জন্য ইতোপূর্বে রেজিস্ট্রেশন করেছেন তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ২৮ ডিসেম্বর ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

আলমগীর হান্নান/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।