পরিত্যক্ত পলিথিনে দেড় কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৬ জুলাই ২০১৯

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পাশের সড়ক থেকে ৩০ পিস স্বর্ণবার উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পূর্বাঞ্চলের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে অভিযান চালান কোস্টগার্ড সদস্যরা। সাঁড়াশি অভিযান চালানোর সময় রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। পরে সেই ব্যাগ তল্লাশি করে ৩০ পিস স্বর্ণ বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪৬ লাখ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

আবু আজুদ/এনডিএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।