আরো দুই মামলায় গ্রেফতার সিটি মেয়র মান্নান


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

গাজীপুর সিটি কর্পোরেশনের সমায়িক বরাখস্ত হওয়া মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানকে আরো দুটি মামলায় গ্রেফতার দেখিয়েছে জয়দেবপুর থানা পুলিশ। এ নিয়ে তার বিরুদ্ধে মোট ১২টি মামলা দায়ের করা হয়েছে।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বর দায়েরকৃত নাশকতার একটি মামলায় অধ্যাপক মান্নানকে গ্রেফতার দেখানোর জন্য পুলিশ গাজীপুর আদালতে আবেদন করেন।

এর প্রেক্ষিতে বুধবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালত ওই আবেদন মঞ্জুর করেন। জয়দেবপুর থানার এএসআই মো. নূরুল আমীন বাদি হয়ে দায়েরকৃত এ মামলায় ২৯ জনের নাম এবং অজ্ঞাত আরো ৩০ জনের কথা উল্লেখ থাকলেও এজাহারে অধ্যাপক এমএ মান্নানের নাম ছিল না।
 
এছাড়া চলতি বছরের ২৮ জানুয়ারি শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আনসার রোডের কাছে মেঘনা সাইকেল কারখানা সংলগ্ন মহাসড়কের একটি কাগজভর্তি ট্রাকে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থনকারীরা। এ ঘটনায় ২৯ জানুয়ারি শ্রীপুর থানার এসআই মো. সোহরাওয়ার্দী হোসেন বাদি হয়ে ৩৯ জনের নামে এবং অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।

এ মামলার এজাহারেও মেয়র মান্নানের নাম ছিল না। বুধবার অধ্যাপক এমএ মান্নান এ মামলায় গ্রেফতার দেখানোর জন্য গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তারের আদালতে পুলিশ আবেদন জানালে আদালত ওই আবেদন মঞ্জুর করেন।

অধ্যাপক এমএ মান্নানের প্যানেল আইনজীবী মঞ্জুর মোর্শেদ প্রিন্স জানান, বুধবার পর্যন্ত অধ্যাপক এমএ মান্নান ১০টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেছিলেন। নতুন দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট না দেখানো হলে তিনি বৃহস্পতিবারই কারা মুক্ত হতেন।

মো. আমিনুল ইসলাম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।