আংশিক সূর্যগ্রহণ রোববার


প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ ঘটবে রোববার। ওই দিন বাংলাদেশ মান সময় সকাল ১০টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে সূর্য গ্রহণ শুরু হয়ে বাংলাদেশ মান সময় বিকাল ০৩ টা ০৬ মিনিট ১২ সেকেন্ডে শেষ হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বৃহস্পতিবার একথা জানিয়েছে।

সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মান সময় দুপুর ১২ টা ৫৪ মিনিট ১২ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৭৮৭৩। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।

দক্ষিণ আফ্রিকার আসখাম শহরের দক্ষিণ-পশ্চিমে রোববার স্থানীয় মান সময় ভোর ০৬ টা ০৪ মিনিট ১৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে এন্টার্কটিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে দক্ষিণ মহাসাগরে স্থানীয় মান সময় বিকাল ০৫ টা ২৬ মিনিট ৫১ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

এন্টার্কটিকা মহাদেশের উত্তর প্রান্তে আগামী রোববার সকাল ০৬ টা ৪৫ মিনিট ০৫ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই সর্বোচ্চ গ্রহণের মাত্রা হবে ০.৭৮৭৩।

এসএ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।