ওয়ান স্টার ও ঢাকা মডার্ন ব্রেড এন্ড বিস্কুটকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০১ পিএম, ০৪ জুলাই ২০১৯

অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করায় রাজধানীর জিগাতলার ওয়ান স্টার ব্রেড এন্ড ফুড এবং ঢাকা মডার্ন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

ধামনন্ডি এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা করে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র পরিচালক (সিএম) প্রকৌশলী এস, এম, ইসহাক আলী জানান, বৃহস্পতিবার (৪ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার এর নেতৃত্বে এবং এপিবিএন এর সহযোগিতায় মহানগরীর ধামনন্ডি এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে বিস্কুট, পাউরুটি, কেক পণ্যে অবৈধভাবে মান চিহ্ন ব্যবহার করায় জিগাতলা এলাকার ওয়ান স্টার ব্রেড এন্ড ফুডকে এবং ঢাকা মডার্ন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে প্রতিষ্ঠানসমূহকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এমইউএইচ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।