দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন : সহকারী পরিচালক বরখাস্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ০৪ জুলাই ২০১৯

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বৃহস্পতিবার দুপুর ২টায় আকস্মিকভাবে কমিশনের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় স্থাপিত অভিযোগ কেন্দ্র (হটলাইন ১০৬) পরিদর্শনে যান। এসময় তিনি সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে কোনো প্রকার অনুমতি ছাড়াই অনুপস্থিত পান।

তাৎক্ষণিকভাবে কমিশনের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান কমিশনের প্রশাসন অনুবিভাগকে ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ পরিস্থতিতে ওই কর্মকর্তার কার্যকলাপে দুর্নীতি দমন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বিধায় তাকে দুর্নীতি দমন কমিশন চাকরি বিধিমালা, ২০০৮ এর বিধি অনুযায়ী ‘দায়িত্ব পালনে অবহেলা’ ও ‘অসদাচরণ’ এর অভিযোগে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এমইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।