হজ পালনে ঢাকা ছেড়েছেন ১৪১২ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০৪ জুলাই ২০১৯

বাংলাদেশ থেকে হজযাত্রার প্রথম দিন বেলা ২টা পর্যন্ত বিমান ও সৌদি এয়ারলাইন্সের চারটি ফ্লাইটে উড়াল দিয়েছেন মোট ১ হাজার ৪১২ জন হজযাত্রী। পবিত্র হজ পালনের উদ্দেশে আজ ঢাকা ছাড়বেন আরও ৯০৪ জন। আশকোনা হজক্যাম্প সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১ জেদ্দার উদ্দেশে ৪১৯ হজযাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায়। আরো ৪১৯ হজযাত্রী নিয়ে বিমানের দ্বিতীয় হজ ফ্লাইট বিজি-৩১০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে উড্ডয়ন করে বেলা সোয়া ১১টায়। এছাড়া সৌদি এয়ারলাইন্সের দুটি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে গেছে। এর মধ্যে এসবি-৮০৩ এবং এসবি-৮০৫ যথাক্রমে ভোর ৪টা ২ মিনিট এবং দুপুর ১২টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী উদ্বোধন করেন হজের উদ্বোধনী ফ্লাইট। বিমান পরিচালনা পর্ষদ চেয়ারম্যান ইনামুল বারীসহ বিমান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। হজযাত্রীদের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরএম/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।