অনন্যার ২৭ বছরে শীর্ষদশ সম্মাননার দুই যুগ
জনপ্রিয় ম্যাগাজিন ‘পাক্ষিক অনন্যা’ পথচলার ২৭ বছর অতিক্রম করছে চলতি বছরে। সেই সঙ্গে ‘অনন্যা শীর্ষদশ সম্মাননা’ প্রদান দুই দশক পার করছে। এই দুই মাইলফলকের সামনে দাঁড়িয়ে অনন্যার কর্তৃপক্ষ আয়োজন করতে যাচ্ছে অনন্য এক আয়োজন।
আসছে শনিবার অনন্যা শীষদশ ২০১৪ সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মাহেন্দ্রক্ষণ উদযাপন করা হবে। দুই দশক ধরে এ পর্যন্ত যারা অনন্যা শীর্ষদশ পেয়েছেন তাদের অনেকেই এখানে উপস্থিত থাকবেন। সেইসঙ্গে শীর্ষদশ সম্মাননা প্রাপ্ত ২০০ জন নারীর অর্জন ও জীবনসংগ্রাম নিয়ে প্রকাশিত হচ্ছে একটি কফি টেবিল বুক। অনুষ্ঠানটির প্রধান সহযোগী ফেয়ার এন্ড লাভলি ফাউন্ডেশন।
শনিবার সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ’র অডিটরিয়ামে বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে এবছর পুরস্কারপ্রাপ্ত দশজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সেই সঙ্গে ইতোপূর্বে অনন্যা শীর্ষদশ সম্মাননাপ্রাপ্ত নারীদের উপস্থিতিতে কেক কেটে অনন্যার ২৭ বছর পূূর্তি উদযাপন করা হবে।
প্রসঙ্গত, ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিবছর দেশের ১০ জন নারীকে তাদের নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। সেই ধারবাহিকতায় গত বিশ বছরে ২০০ জন নারীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। কৃষি-শিল্প-বাণিজ্য-অর্থনীতি-অভিনয়-সংগীত-খেলাধূলা-শিক্ষা-চিকিৎসা-মুক্তিযুদ্ধ-সমাজকল্যাণ ও উন্নয়নমুখি কাজ-আইন ও মানবাধিকার-উদ্যোক্তা-রাজনীতি-সাংবাদিকতা প্রভৃতি অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য অনন্যা এই সম্মাননা প্রদান করে।
এবারে ভাষাসৈনিক, শিক্ষা, রাজনীতি, চিকিৎসা, সমাজসেবা, আইন ও মানবাধিকার, ভিজ্যুয়াল আর্ট, খেলাধুলা, ব্যতিক্রমী সাফল্যের উপর দশজন নারীকে বেছে নেয়া হয়েছে। অনুষ্ঠানে তাদের নাম ঘোষণা করা হবে।
এলএ/পিআর