দুই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৩ জুলাই ২০১৯

আইন অমান্য করে পণ্য বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বুধবার (৩ জুন) রাজধানীর বংশাল থানা এবং নরসিংদী জেলায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে ঢাকার বংশাল থানা ও এর আশপাশের এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বংশাল থানার আবুল হাসনাত রোডের সিটি বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠানের অপরাধ তারা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ অমান্য করে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত বেকারি পণ্য (বিস্কুট, কেক, পাউরুটি) বিক্রি, বিতরণ করছিল।

এ ছাড়া নরসিংদী জেলায় অপর একটি আদালত অভিযান চালিয়ে ঘোড়াশাল বাজারের মেসার্স লোকনাথ অয়েল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করে। তারা আইন অমান্য করে সরিষার তেল বিক্রি ও বিতরণ করছিল।

একই এলাকায় বিএসটিআই টিম ১০টি দোকানে মৌসুমি ফলে পরীক্ষা চালায়। তবে পরীক্ষায় কোনো ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।

এমইউএইচ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।