পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড
পাকিস্তানকে হারিয়ে প্রথম বারের মত আয়োজিত আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। ফাইনালে পাকিস্তানকে ১৯ রানের ব্যবধানে হারায় ইংল্যান্ড।
বিকেএসপির ৩ নম্বর মাঠে বৃহস্পতিবার টস জিতে ব্যাট করতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের নৈপুণ্যে ৪ উইকেটে ১৭৫ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান ক্রেন ক্যালাম ফ্লিন। তার ২৯ বলের ইনিংসে ছিল ৮টি চারের মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে গর্ডন ল্যাইডওয়ানের ব্যাট থেকে।
এ ছাড়া অ্যালেক্স হ্যামন্ড ৩০, জিমি গডউইন ১৮ ও জর্ডান উইলিয়ামস ১৮ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডের বড় সংগ্রহে অবদান রাখেন। পাকিস্তানের ফায়াজ আহমেদ, আবদুল্লাহ ইজাজ ও জাহাননাজিব নেন একটি করে উইকেট।
ইংল্যান্ডের দেওয়া ১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন রেহান গনি। এ ছাড়া হাসনাইন আলম ও নিহার আলম- দুজনের ব্যাট থেকেই আসে ২৬ রান করে। ইংল্যান্ডের পক্ষে ফ্রেড ব্রিগেস ১৯ রানের বিনিময়ে নেন ৪ উইকেট।
এমআর/পিআর