মিল্লাতের বিরুদ্ধে দুদকের মামলা পুনরায় শুনানির নির্দেশ


প্রকাশিত: ০৯:১৩ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

সাবেক সংসদ সদস্য ও ‍বিএনপি নেতা রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদুক) করা মামলার সাজা বাতিল করে হাইকোর্টের দেয়া নির্দেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সাজা বাতিল করে হাইকোর্টের দেয়া স্থগিত করে পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দিয়েছেন আদালত।

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য মিল্লাতকে হাইকোর্টের দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন নিষ্পত্তি করে বৃহস্পতিবার  বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মিল্লাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ৩ জুন বিএনপির সাবেক সাংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাতের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা করে দুদক।

২০০৮ সালের ২৯ জানুয়ারি বিচারিক আদালত মিল্লাতকে মোট আট বছরের কারাদণ্ড দেন। বিচারিক আদালতের এ রায়ের বিরুদ্ধে মিল্লাত হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৭ আগস্ট তাকে খালাস দেন হাইকোর্ট।

এরপর দুদক আপিল বিভাগে লিভ টু আপিল করলে বৃহস্পতিবার হাইকোর্টের রায় বাতিল করে পুন:শুনানির আদেশ দেন। পরে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান রশিদুজ্জামান মিল্লাতের খালাসের রায় বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন ।

এফএইচ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।