অতিরিক্ত ৬ হাজার হজযাত্রী প্রতিস্থাপনের সুযোগ পাচ্ছে হাব
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রী প্রতিস্থাপন আরও ৫ ভাগ বৃদ্ধি করেছে। সে হিসাবে পূর্বের ৫ শতাংশ কোটার বাইরেও আরও অতিরিক্ত ৫ শতাংশ হিসাবে ৬ হাজার হজযাত্রীর প্রতিস্থাপনের সুযোগ পাবে চলতি বছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৫ শতাধিক হজ এজেন্সি।
সোমবার (১ জুলাই) হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম হাব সদস্যদের দেয়া এক চিঠিতে বলেন, ‘গত ১৯ জুন হজ এজেন্সিগুলোর স্বার্থ সংরক্ষণে প্রতিস্থাপনযোগ্য হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সচিব আনিসুর রহমানের সঙ্গে তার দীর্ঘ আলোচনার পর যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে ধর্ম মন্ত্রণালয় পূর্বের ৫ শতাংশের অতিরিক্ত আরও ৫ শতাংশ অর্থাৎ মোট ১০ শতাংশ পর্যন্ত হজ্বযাত্রী প্রতিস্থাপনের সুযোগ প্রদান সম্মত হয়েছে।
আগামী ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাবেন।
এমইউ/এসআর/এমএস