মহাসড়কে অটোরিকশা মালিক-চালকদের মানববন্ধন
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা-অটোটেম্পু চলাচলে সরকার কর্তৃক নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে এবং পৃথক লেন ও রোড ডিভাইডারের দাবিতে ব্রাহ্মণাবড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকা-সিলেট-মহাসড়ক সংলগ্ন রেলগেইট এলাকায় এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শত শত অটোরিকশা-অটোটেম্পু মালিক-চালক হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপি চলা এ মানবন্ধনে বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা সিএনজি মালিক সমিতির অন্যতম নেতা আলমগীর হোসেন, শ্রমিক নেতা নুরুল্লা সরকার, রাজিব পারভেজ, মাহবুব মিয়া প্রমুখ।
বক্তারা বিকল্প ব্যবস্থা ছাড়া মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত মহাসড়কে পৃথক লেন ও রোড ডিভাইডার তৈরি করে সিএনজি অটোরিকশা চলাচল করতে না দিলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরে মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে মহাসড়কের গোলচত্বরের সামনে গিয়ে শেষ হয়।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/আরআইপি