শতভাগ ভোট স্বাভাবিক ঘটনা নয় : সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৩০ জুন ২০১৯

একাদশ জাতীয় নির্বাচনে বেশ কিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, শতভাগ ভোট পড়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় কিছু নেই।

রোববার সকালে রাজধানীর লালবাগ সরকারি মডেল স্কুল ও কলেজে ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সিইসি বলেন, ভোটের পরপরই ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়ে যায়। গেজেট প্রকাশের পর ইসির কিছু করার থাকে না। তাই খতিয়ে দেখার সুযোগ নাই।

প্রিজাইডিং কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা যেহেতু এ বিষয়ে আগে কিছু জানায়নি, তাই এখন ইসির কিছু করার নেই বলেও জানান তিনি।

তিনি বলেন, আদালতে মামলা করলে আদালত যদি নির্বাচন বাতিল করে আবার নির্বাচন দিতে বলে সেটি আদালতের এখতিয়ার।

অনুষ্ঠান উদ্বোধন করে সিইসি বলেন, এখন থেকে ভোটে অনিয়ম দূর করতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

এইচএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।