ঢাকায় যোগ দিচ্ছেন বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৬ পিএম, ৩০ জুন ২০১৯

বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে বাংলাদেশ ও ভুটানে যোগ দিচ্ছেন মারসি মিয়াঙ টেমবন। তিনি আগামীকাল সোমবার (১ জুলাই) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে যোগ দেবেন। এর আগে ইউরোপ ও সেন্ট্রাল এশিয়া অঞ্চলের দক্ষিণ ককেশাসে (আর্মেনিয়া, আজারবাইজান ও জর্জিয়া) তিনি বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব। তিনি বলেন, ‘মারসি মিয়াঙ টেমবন আজ ঢাকায় আসছেন। আগামীকাল তিনি কর্মস্থলে যোগদান করবেন।’

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় জানায়, মারসি মিয়াঙ টেমবন ইংল্যান্ডের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক অব এডুকেশন বিষয়ে পিএইচডি করেছেন। তিনি যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে গবেষণা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। শিক্ষা, লিঙ্গ ও অর্থনীতি বিষয়ে তার বেশ কয়েকটি প্রকাশনাও রয়েছে।

২০০০ সালে শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে বিশ্বব্যাংকে যোগ দেন মিয়াঙ টেমবন। এ নিয়ে তিনি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেন। এছাড়াও বুরুন্ডি ও বারকিনা ফাসোতে বিশ্বব্যাংকের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে মিয়াঙ টেমবন বলেন, ‘বাংলাদেশ অতি দারিদ্র্যতা থেকে বেরিয়ে এসেছে। দেশটি ব্যাপক উন্নয়ন সাধন করেছে। তাদের এই উন্নয়নের বার্তা আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।’

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে বেশ কয়েক বছর ধরে আমার কাজের অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করতে চাই। তাদের যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো তুলে ধরতে চাই।’

‘বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে’, যোগ করেন নতুন এ কান্ট্রি ডিরেক্টর।

পিডি/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।