সায়েদাবাদে ছিনতাইকারীর হামলায় পুলিশসহ আহত ৩


প্রকাশিত: ০৩:৫০ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর সায়েদাবাদ এলাকায় পুলিশ দম্পতিসহ তিনজন ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ট্রাফিক পুলিশ কনস্টেবল মোবারক হোসেন (৩২), তার স্ত্রী সুমি আক্তার (২৫) ও ঢাকা কলেজের ছাত্র রাশেদ (২১)।

বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে সায়েদাবাদ ব্রিজের কাছে ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে মোবারক হোসেন ও তার স্ত্রীকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর জানান, সায়েদাবাদ ব্রিজের সামনের রাস্তায় ছিনতাইকারীরা পুলিশ সদস্য মোবারকের পায়ে ছুরিকাঘাত করে ও স্ত্রীর কানের দুল ছিঁড়ে নেয়। তাদের কাছে থাকা ৫ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেয়।

একই সময় ওই এলাকায় ঢাকা কলেজের ছাত্র রাশেদকে ছুরিকাঘাত করে মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

বর্তমানে ওই এলাকায় টহল পুলিশ  ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানান অবনী শংকর।

জেইউ/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।