সরকারি হজযাত্রীদের প্রথম পর্বের ফ্লাইটের চূড়ান্ত তালিকা প্রকাশ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:১৭ পিএম, ৩০ জুন ২০১৯
ফাইল ছবি

সরকারি ব্যবস্থাপনায় প্রথম পর্বের ফ্লাইটে হজযাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ৪ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত তালিকাভুক্ত যাত্রীদের কাছে ইতোমধ্যেই মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে রিপোর্টিং টাইম জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাসপোর্ট হজ অফিসে জমা না দেয়া, টিকার সনদ গ্রহণ না করা, ভিসা প্রাপ্তি না হওয়া বা নির্ধারিত তারিখে রিপোর্টিং না করার কারণে যে সকল হজযাত্রী যেতে পারবেন না তারা পরবর্তীতে হজ ফ্লাইট পাওয়া এবং বিমান কর্তৃক নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে নির্ধারিত তারিখে যেতে পারবেন। পরিচালক হজ অফিস, ঢাকা যেকোনো হজযাত্রীর ফ্লাইটের তারিখ পরিবর্তনের অধিকার সংরক্ষণ করবেন।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত ফ্লাইটের তালিকা অনুযায়ী, আগামী ৪ জুলাই সকাল সোয়া সাতটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিজি ৩০০১ ছেড়ে যাবে। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিং সময় ১ জুলাই সকাল ৯টায়। একই দিন সন্ধ্যা সোয়া ৭টায় বিজি ৩৩০১ ছেড়ে যাবে। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিংয়ের সময় ১ জুলাই দুপুর ১২টা।

৫ জুলাই দুপুর সোয়া একটায় ছেড়ে যাবে বিজি ৩০০৩। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিং সময় ১ জুলাই দুপুর আড়াইটায়।

৫ জুলাই দুপুর সোয়া দুটায় ছেড়ে যাবে বিজি ৩৩০৩। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিংয়ের সময় ২ জুলাই বিকেল পাঁচটা।

৬ জুলাই বিকেল সোয়া তিনটায় ছেড়ে যাবে বিজি ৩২০৫। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিংয়ের সময় ৩ জুলাই সকাল ৯টা।
৬ জুলাই দুপুর সোয়া দুটায় ছেড়ে যাবে বিজি ৩০০৭। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিংয়ের সময় ৩ জুলাই দুপুর ১২টা।

৭ জুলাই দুপুর সোয়া দুটায় ছেড়ে যাবে বিজি ৩৩০৭। এ ফ্লাইটের যাত্রীদের রিপোর্টিংয়ের সময় ৪ জুলাই সকাল ৯টায়।

৭ জুলাই দুপুর সোয়া ১২টায় ছেড়ে যাবে বিজি ৩১০৯। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিং সময় ৪ জুলাই দুপুর ১২টা।

১০ জুলাই দুপুর সোয়া দুটায় ছেড়ে যাবে বিজি ৩১১৭। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিং সময় ৭ জুলাই সকাল ৯টা।

১১ জুলাই রাত সোয়া ১০টায় ছেড়ে যাবে বিজি ৩০২১। এ ফ্লাইটে যাত্রীদের রিপোর্টিং সময় ৮ জুলাই সকাল ৯টা।

প্রথম পর্যায়ের ফ্লাইটের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এমইউ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।