জলযানে চালু হলো গ্রামীণফোনের ওয়াইফাই


প্রকাশিত: ১২:২৪ এএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

এখন থেকে ঢাকা-বরিশাল রুটের সুরভী-৯ এর বিজনেস ক্লাস যাত্রীরা গ্রামীণফোনের থ্রিজি ডিভাইসের মাধ্যমে বিনামুল্যে ওয়াইফাই সেবা পাবেন। বাংলাদেশে কোনো যাত্রীবাহী জলযানে এই প্রথম ওয়াইফাই সেবা চালু হলো। এর আগে গ্রামীণফোন দূরপাল্লার বাসে এই সেবা চালু করে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ আগস্ট সুরভী গ্রুপ অব কোম্পানিজের ‘সুরভী-৯ লঞ্চে’ ওয়াইফাই সেবা উদ্বোধন করা হয়।

সুরভী গ্রুপের সিনিয়র ডিরেক্টর রিয়াজ উল কবির সুরভী-৯ লঞ্চে ওয়াইফাই সেবা উদ্বোধন করেছেন।

এখন থেকে ঢাকা-বরিশাল রুটে চলমান সুরভী -৯ এর বিজনেস ক্লাস যাত্রীরা গ্রামীণফোনের থ্রিজি ডিভাইসের মাধ্যমে প্রদত্ত ওয়াইফাই সেবা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আরএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।