জলযানে চালু হলো গ্রামীণফোনের ওয়াইফাই
এখন থেকে ঢাকা-বরিশাল রুটের সুরভী-৯ এর বিজনেস ক্লাস যাত্রীরা গ্রামীণফোনের থ্রিজি ডিভাইসের মাধ্যমে বিনামুল্যে ওয়াইফাই সেবা পাবেন। বাংলাদেশে কোনো যাত্রীবাহী জলযানে এই প্রথম ওয়াইফাই সেবা চালু হলো। এর আগে গ্রামীণফোন দূরপাল্লার বাসে এই সেবা চালু করে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ আগস্ট সুরভী গ্রুপ অব কোম্পানিজের ‘সুরভী-৯ লঞ্চে’ ওয়াইফাই সেবা উদ্বোধন করা হয়।
সুরভী গ্রুপের সিনিয়র ডিরেক্টর রিয়াজ উল কবির সুরভী-৯ লঞ্চে ওয়াইফাই সেবা উদ্বোধন করেছেন।
এখন থেকে ঢাকা-বরিশাল রুটে চলমান সুরভী -৯ এর বিজনেস ক্লাস যাত্রীরা গ্রামীণফোনের থ্রিজি ডিভাইসের মাধ্যমে প্রদত্ত ওয়াইফাই সেবা দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আরএম/বিএ