বিএসএমএমইউ জরুরি বিভাগ : এক মাস আর ফুরায় না!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৯ জুন ২০১৯

‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাধারণ জরুরি বিভাগ (জেনারেল ইমার্জেন্সি) অচিরেই বা আগামী এক মাসের মধ্যে চালু হবে।’

গত কয়েক বছর যাবত বিশ্ববিদ্যালয়ের একাধিক উপাচার্য় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমন ঘোষণা দিলেও এখনও পর্যন্ত জরুরি বিভাগ চালু হয়নি।

সর্বশেষ গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানিয়েছিলেন, জুন মাসের মধ্যে জরুরি বিভাগ চালু হবে। কিন্তু জুন মাসও শেষ হতে চলেছে।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৫২৮ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা শেষে গণমাধ্যমকর্মীরা উপাচার্যের কাছে জরুরি বিভাগ কবে চালু হবে ফের জানতে চান।

এ সময় অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, বিভিন্ন উপাচার্যের আমলে জরুরি বিভাগ চালুর প্রতিশ্রুতি দেয়া হলেও কখনও যন্ত্রপাতি সরবরাহ আবার কখনও ঠিকাদারের অনিয়মের কারণে চালু করা সম্ভব হয়নি।

তিনি বলেন, উপাচার্য হিসেবে যোগদানের পর জরুরি বিভাগ চালুর সর্বাত্মক প্রস্তুতি থাকলেও বিশ্ববিদ্যালয় থেকে চার শতাধিক নার্স একসঙ্গে চাকরি ছেড়ে সরকারি চাকরিতে যোগদান করায় তা সম্ভব হয়নি।

তিনি জানান, আগামীকাল (রোববার) প্রায় চারশ নার্স বিশ্ববিদ্যালয়ে যোগদান করছেন। তাই আশা করছি আগামী এক মাসের মধ্যে জরুরি বিভাগ চালু হবে।

উল্লেখ্য, বিএসএমএমইউতে হৃদরোগ, গাইনি ও অর্থোপেডিকস বিভাগে সীমিত পর্যায়ে জরুরি বিভাগ চালু রয়েছে।

এমইউ/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।