৫২৮ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা বিএসএমএমইউয়ের
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৫২৮ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত বছর এ বাজেটের পরিমাণ ছিল ৪২৪ কোটি ৪০ লাখ টাকা। এবার বাজেট বৃদ্ধির পরিমাণ প্রায় ২৫ শতাংশ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে ডা. মিলন অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত তথ্য তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। এ সময় উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন।
আজ বিশ্ববিদ্যালয়ের ৭৪তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে ২০১৮-২০১৯ অর্থবছরের সংশোধিত এবং ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদিত হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
প্রস্তাবিত ৫২৮ কোটি ৪০ লাখ টাকার বাজেটে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩৫৪ কোটি ৬৯ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ১৭৩ কোটি ৭১ লাখ টাকা ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ৪০ কোটি টাকা ও ঘাটতি ১৫৫ কোটি দুই লাখ টাকা ধরা হয়েছে।
এমইউ/বিএ/এমকেএইচ