গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩


প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

খুলনায় খেলনা বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে গেছে টিনের ঘরের চালা। বিস্ফোরণে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে সিলিন্ডার মালিক বাহাদুর পলাতক রয়েছেন।

বুধবার বিকেল ৫টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ২নং ক্রস রোড মসজিদ রোডের কিবরিয়া হোসেনের বাড়িতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মো. কামরুল (৩৫), রেবা (২৪), অহনা আলম (২০)।  

এলাকাবাসী জানায়, বেলুনের সিলিন্ডারে গ্যাস তৈরির জন্য লোহার গুড়িসহ অন্যান্য উপাদান ঢুকিয়ে তা ঝাঁকি দেয়ার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এ সময় ওই বাড়ির টিন, দেয়ালসহ আশপাশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনজন গুরুতর আহত হন।

খুলনা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারজানা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় জড়িত বেলুন বিক্রেতা বাহাদুরকে আটক করা সম্ভব হয়নি।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।