সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের চেয়ারম্যান হলেন কামালুদ্দীন জাফরী


প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রফেসর মাওলানা মো. সালাহ্ উদ্দীন এবং সেক্রেটারি জেনারেল একিউএম ছফিউল্লাহ আরিফ নির্বাচিত হয়েছেন। তারা ২০১৫-২০১৯ মেয়াদে দায়িত্ব পালন করবেন।
         
বুধবার সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সাখাওয়াতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার সোস্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ২০১৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে বোর্ডের ২০টি সদস্য ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটি এবং শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিবরা ভোট প্রদান করেন।

এসআই/এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।