উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই অপপ্রচার করা হচ্ছে : আইভী


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য অপপ্রচার করা হচ্ছে। আমার নামে যতই অপপ্রচার করা হোক না কেনো, আপনারা কারো কথায় বিভ্রান্ত হবেন না।  আমি উন্নয়ন করতে এসেছি। উন্নয়ন করবোই। যত বাধাই আসুক না কেনো, আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাইনা। আমি আপনাদের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও থাকবো।

বুধবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ২নং ওয়ার্ড মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় ১০ কোটি টাকা ব্যয়ে দুইটি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

মেয়র আইভী বলেন, শুধু ২নং ওয়ার্ড এলাকায় উন্নয়নে ১৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পর্যায়ক্রমে সকল রাস্তাঘাট উন্নয়ন করা হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাত খুনে নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি, কাউন্সিলর মাকসুদা মোজাফফর, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাজী শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আজগর হোসেন, সহকারী প্রকৌশলী জীবন কৃঞ্চ সরকার, সুমন দেবনাথ প্রমুখ।

শাহাদাৎ হোসেন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।