শুক্রবার ঢাকা আসছেন কমনওয়েলথ মহাসচিব


প্রকাশিত: ০১:০০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

তিন দিনের সফরে শুক্রবার ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মা। সফরে বেশ কিছু কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। কমনওয়েলথ মহাসচিবের সম্মানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শনিবার রাতে নৈশভোজের আয়োজন করেছেন। ওই দিন সকালে মন্ত্রীর সঙ্গে মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হবে।

চলতি মাসের ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীর ১৪তম বৈঠক আয়োজনের সূচি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, ভারতীয় কূটনীতিক কমলেশ শর্মা ২০০৮ সালের ১ এপ্রিল থেকে কনওয়েলথ মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।