রক্তদাতাদের তথ্য জানাবে ব্লাড হিরো


প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

জরুরি রক্তের প্রয়োজনে রক্তদাতাদের তথ্য জানাবে ‘ব্লাড হিরো’ নামের একটি অ্যাপ্লিকেশন। তথ্য ও প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটির তৈরি এই অ্যাপসটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে সহজেই ডাউনলোড করা যাবে। সদ্য শেষ হওয়া `ইন্টারনেট সপ্তাহ` উপলক্ষে জরুরি মানব কল্যাণের এই অ্যাপটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

দেশের প্রেক্ষাপটে ‘ব্লাড হিরো’ অ্যাপটি খুবই উপযোগী। এর প্রয়োজনীয়তা বিষয়ে ক্রিয়েটিভ আইটির কর্ণধার মো. মনির হোসেন সম্প্রতি জাগো নিউজকে বলেন, অ্যাপটি মানব কল্যাণে খুবই দরকারি। ক্রিয়েটিভ আইটির মোবাইল অ্যাপ বিভাগের পাঁচজনের একটি দল তৈরি করেছেন যুগোপযোগী এই অ্যাপ। প্রতিষ্ঠানটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ‘ব্লাড হিরো’ অ্যাপটি তৈরি করা হয়েছে বলে তিনি জানান।
 
এক প্রশ্নের জবাবে মনির হোসেন বলেন, অ্যাপটিতে নির্দিষ্ট গ্রুপের রক্ত সংগ্রহে রক্তদাতাদের গ্রুপ ও এলাকাভিত্তিক বিভিন্ন তথ্য রয়েছে। এতে জিপিআরএস যুক্ত থাকায় নির্দিষ্ট এলাকার প্রয়োজনীয় গ্রুপের রক্তদাতাদের খুঁজে পাওয়া যাবে সহজেই। রক্তদাতাদের সঙ্গে সরাসরি ভয়েস অথবা এসএমএসের মাধ্যমে যোগাযোগ করা যাবে। এছাড়া রক্তদাতা চাইলে নিজের মোবাইল নম্বরটি গোপন রাখতে পারবেন।

আরএম/এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।