নির্বাচিত না হওয়ায় পানিবন্দি মানুষের পাশে নেই সরকার
২৪ জেলায় অন্তত এক কোটিরও বেশি মানুষ পানিবন্দি অবস্থায় বিপন্ন জীবন যাপন করছে দাবি করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, নির্বাচিত না হওযায় সরকারের মাঝে দায়বদ্ধতার মনোভাব নেই।
বুধবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা না থাকায় সরকার পানিবন্দি মানুষের পাশে দাঁড়ায়নি। সরকারের এরকম আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
পানিবন্দি মানুষগুলোকে উদ্ধারের আহ্বান জানিয়ে রিপন বলেন, আন্তর্জাতিক দুর্যোগ না হলেও এটা জাতীয় দুর্যোগ। তাই দ্রুত বন্যার্ত এলাকায় জরুরি মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করতে হবে। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হলে সেখানে সেনাবাহিনীকে পাঠানোর আহ্বান জানান তিনি।
রিপন বলেন, দেশের প্রায় ২৪ জেলা জলমগ্ন হয়ে আছে। নদীতে হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে কয়েকদফা বন্যা হয়েছে। ফলে কয়েক লক্ষ হেক্টর জমি নষ্ট হয়ে গেছে। বন্যা কবলিত এলাকায় মানুষ ও পশু একত্রে বসবাস করছে। ত্রাণ না পেয়ে বিপন্ন অবস্থায় জীবন যাপন করছে। উন্নত বিশ্বে সরকার এরকম পরিস্থিতির উপর সংবেদনশীল থাকলেও বর্তমান সরকার বিয়ষটি নিয়ে সংবেদনশীল আচরণ দেখাচ্ছেন না।
চোখ বুজে সমস্যাকে আড়াল করা যায় না উল্লেখ করে বিএনপির এই মুখপাত্র বলেন, কোরবানির ঈদের বেশিরভাগ গরু বর্তমানে যেসব এলাকা বন্যা কবলিত সেসব এলাকা থেকে সরবরাহ হয় কিন্তু সেটাও এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এ সমস্যাকে সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।
নৌ পরিবহন মন্ত্রী তার দফতরের কাজ না করে বিরোধীদলের বিরুদ্ধে কিভাবে কুকথা বলতে হবে সেটা নিয়ে ব্যস্ত থাকেন বলেও মন্তব্য করেন রিপন। বন্যা দুর্গতদের বিপদে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
বন্যাদুর্গত এলাকায় বিএনপি নেতা-কর্মীদেরকে আরো বেশি করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়ে রিপন বলেন, সরকারকে দ্রুত সেসব এলকায় কৃষি ঋন সরবরাহ, বীজ ও সার সরবরাহ করাসহ কৃষিজাত উপকরণ সরবরাহ করতে হবে।
যখন পুনর্গঠন প্রক্রিয়া এগিয়ে চলছে তখন সরকার ধরপাকড় শুরু করেছে বলেও দাবি করেন রিপন বলেন, বন্যার্তদের পাশে যাতে বিএনপির নেতা-কর্মীরা দাঁড়াতে না পারে এজন্য সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতান, সাবেক মহিলা সাংসদ রাশেদা বেগম হীরা প্রমুখ।
এমএম/এসএইচএস/আরআইপি