স্বাস্থ্যসনদ পেলেন সাড়ে ৬২ হাজার হজ গমনেচ্ছু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:২৪ পিএম, ২৬ জুন ২০১৯

রাজধানীসহ সারাদেশে সরকারি বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা ও ম্যানেনজাইটিস টিকাদান সম্পন্নের পর সনদ পেয়েছেন প্রায় সাড়ে ৬২হাজার হজগমনেচ্ছু।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৬ জুন থেকে হজ গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শুরু হয়। ২৫ জুন পর্যন্ত সারাদেশে মোট ৬২ হাজার ৪৯০ জন হজযাত্রী পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান সম্পাদন করে ভ্যাকসিনেশন সনদ গ্রহণ করেন।

চিকিৎসকরা মোট ৬৩ হাজার ৬৭ জনের স্বাস্থ্য ডাটা এন্ট্রি করেছেন। মেডিকেল প্রোফাইল ড্রাফ্ট হয়েছে মোট ১ লাখ ২১ হাজার ৯১৮ জন হজ গমনেচ্ছুর।

গত ১১ দিনে রাজধানীসহ সারাদেশে গড়ে প্রতিদিন ৬ হাজার ২৪৯ জন টিকা দেয়ার পর সার্টিফিকেট লাভ করেন। সবচেয়ে বেশি হজ গমনেচ্ছুর স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়া হচ্ছে ঢাকা, স্যার সলিমুল্লাহ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে।

আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। হজ ফ্লাইট শুরুর আগেই সব হজ গমনেচ্ছুর স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম শেষ করার লক্ষ্যে এই স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে।

ধর্ম মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দেয়ার পর https:prp.pilgrimdb.org সাইটে গিয়ে ‘হজযাত্রী অনুসন্ধান’ অপশনে গিয়ে ট্র্যাকিং নম্বর দিয়ে সার্চ করার পর মেডিকেল সার্টিফিকেট প্রিন্ট করা যাবে।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।