চট্টগ্রামে ২ ছাত্রলীগ কর্মীকে কোপালো যুবলীগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:২১ এএম, ২৬ জুন ২০১৯

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল গেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ছাত্রলীগ কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আহত দুই ছাত্রলীগ কর্মী হলো- টিপু (২৫) ও রুবেল (২২)। এর মধ্যে টিপুর অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত দুজনই নগর যুবলীগ নেতা দিদারুল আলমের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, নগরের ৮নং শুলকবহর ওয়ার্ড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা দিদারুল আলম ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বশরের অনুসারীদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল রাত সাড়ে ১১টার দিকে টিপু-রুবেলসহ টেক্সটাইল গেট এলাকায় একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল কয়েকজন ছাত্রলীগ কর্মী। এ সময় দুটি সিএনজি অটোরিকশা যোগে আবুল বশরের অনুসারী ১০-১২ জন যুবলীগ কর্মী এসে টিপু ও রুবেলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জাগো নিউজকে বলেন, আহত টিপু ও রুবেল নামে দুই যুবককে রাতে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে টিপুর পিঠে ধারালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রুবেল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবু আজাদ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।