পাকিস্তানে সাংবাদিককে গুলি করে হত্যা


প্রকাশিত: ১০:০৪ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

পাকিস্তানের করাচিতে জিও টেলিভিশনের সাবেক সাংবাদিক আফতাব আলমকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বুধবার করাচির উত্তরাঞ্চলে তার বাড়ির কাছে দুর্বৃত্তরা এ হামলা চালায়। খবর জিও টিভি।

জিও টিভির অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর করাচির সিদ্দিক বাজারের কাছে দুর্বৃত্তরা ওই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালায়। পরে উদ্ধার করে স্থানীয় আব্বাসী শহীদ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন। তিনি মুখে গুলিবিদ্ধ হয়েছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পাকিস্তানের প্রবীন এই সাংবাদিক এর আগে জিও নিউজে কর্মরত ছিলেন। আফতাব আলমের ওপর হামলার কয়েক ঘণ্টা আগে জিও নিউজের একটি গাড়িতে এক বন্দুকধারী হামলা চালায়। ওই হামলার ঘটনায় টেলিভিশন চ্যানেলটির একজন ইঞ্জিনিয়ার প্রাণ হারায়।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।