বান্দরবানে আগুনে সাত বসতঘর পুড়ে ছাই


প্রকাশিত: ০৯:১১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

বান্দরবানের প্রধান বাজারে আগুনে সাত বসতঘর পুড়ে ছাই গেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে দমকল বাহিনীর এক কমর্কতা আহত হয়েছেন। বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার রনধীর দত্ত জানান, বেলা আড়াইটার দিকে প্রধান বাজারের একটি ঘরের বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে এ আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে সাত বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে, দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সেনাবাহিনীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনে দমকলবাহিনীর সদস্যরা। আগুনে বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে দমকলবাহিনীর কর্মকর্তরা।

সৈকত দাশ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।