ওভারলোডের কারণে ট্রেন দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ২৪ জুন ২০১৯

অতিরিক্ত যাত্রীবহনের (ওভারলোড) কারণে সিলেটের মৌলভীবাজারে ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

রোববার রাত ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের পাশে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের বগি ছিটকে পড়ে। এতে এ পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তিন শতাধিক যাত্রী নিয়ে রোববার রাতে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

ট্রেন দুর্ঘটনায় বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘উদ্ধারকাজ চলছে। আমাদের অল এজেন্সিস, রেল সচিব নিজেই আছে। র‌্যাব, বিজিবি, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সবাই ওখানে ঝাঁপিয়ে পড়েছে। আমরা অফিসিয়ালি যেটা জানি চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। চাপা পড়ে আরও লাশ থাকতে পারে। সেটা সরানোর প্রক্রিয়া চলছে। এতে ২৪ ঘণ্টা লেগে যেতে পারে।’

এ বিষয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, ‘না, পুরনো ব্রিজগুলো পর্যায়ক্রমে রিপ্লেস করার অনুশাসন আগে থেকেই আছে, ওটা আলোচনা হয়েছে। সড়কে অব্যবস্থাপনার কারণে সবাই ট্রেনে ঝাঁপিয়ে পড়েছে। ট্রেনের ছাদ থেকে শুরু করে এমন কোনো জায়গা ছিল না যেখানে লোকজন ওঠেনি। ওভারলোডেড ছিল, এজন্য ওটা কলাপস করেছে।’

তিনি আরও বলেন, রেলমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন ২৪ ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ চালু হয়ে যাবে। সড়কও ঠিক করার চেষ্টা চলছে। সড়কের বিষয়টি একটু সময়ে লাগবে। সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ওটা ঠিক হয়ে যাবে।’

আরএমএম/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।