সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফল প্রকাশ করেছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ২৪ জুন ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিক্তিক ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের ৩০০ সংসদীয় আসনের নির্বাচনী আসন, কেন্দ্রের নাম, মোট ভোটার, বৈধ ভোট, বাতিল ভোট এবং কাস্টিং ভোটের তথ্য দেওয়া হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী ভোট পড়েছে ৮০.২০ শতাংশ, তার মধ্যে বাতিল হয়েছে ৮ লাখ ৮৭ হাজার ভোট।

৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচন নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। ভোটেগ্রহণের দীর্ঘ ছয় মাস পর ৪০ হাজারের বেশি কেন্দ্রের ফলাফল নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করলো সাংবিধানিক এ প্রতিষ্ঠান।

ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার কেন্দ্রভিত্তিক এ ফলাফল ইসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এখন যে কেউ ইচ্ছা করলেই নির্বাচনের কোন কেন্দ্রে কে কত ভোট পেয়েছেন তা দেখতে পারবেন।

ইসি প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৩০০ আসনের ৪০ হাজার ১৫৫ কেন্দ্রে মোট ভোটার ছিল ১০ কোটি ৪১ লাখ ৫৬ হাজার ২৬৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৮ কোটি ৩৫ লাখ ৩২ হাজার ৯১১টি। ভোট পড়ার হার ৮০.২০ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ভোট ৮ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ২২১ ভোট। আর বাতিল হয়েছে ৮ লাখ ৮৭ হাজার ৬৯০ ভোট।

এইচএস/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।