মেয়াদোত্তীর্ণ কাঁচামাল রাখায় কেমিক্যাল প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ২৪ জুন ২০১৯

ভেটেরিনারি অ্যান্টিবায়োটিক, ব্যাথানাশক ওষুধ উৎপাদন ও বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল সংরক্ষণের দায়ে মেসার্স জননী এগ্রোভেট অ্যান্ড কেমিক্যালের মালিককে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রাজধানীর কদমতলি এলাকায় অননুমোদিতভাবে গড়ে তোলা এই প্রতিষ্ঠানে রোববার যৌথ অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদফতর ও র‌্যাব-৩।

medicine-2

ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পরিচালক জানান, জরিমানা অনাদায়ে ওই প্রতিষ্ঠানের মালিককে ৩ মাসের জেল প্রদান করা হয়। ওই প্রতিষ্ঠানে থাকা আনুমানিক ৫ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ কাঁচামাল জব্দ করা হয়।

medicine-3

অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আকতারউজ্জামান, ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তা মাহমুদ, মেহেদী ও নাহিন উপস্থিত ছিলেন।

এমইউ/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।