ড্যাফোডিলের সঙ্গী হলেন নাসির উদ্দীন ইউসুফ
দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট পরিচালক নাসির উদ্দীন ইউসুফ। সম্প্রতি তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নতুন দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
জানা গেছে, এই নাট্যজন ‘আর্টিস্ট ইন রেসিডেন্স’ হিসেবে যোগদান করেছেন বিশ্ববিদ্যালয়টিতে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক বিষয়ের কর্মকাণ্ডের সামগ্রিক মান উন্নয়নে পরামর্শ দিয়ে সহায়তা করবেন তিনি।
নাট্যমঞ্চের পুরোধা ব্যক্তিত্ব হিসেবে আলোচিত ও সম্মানিত ‘গেরিলা’খ্যাত নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ। নাট্যকার সেলিম আল দীন আর নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ জুটি বদলে দিয়েছে বাংলাদেশের নাট্যচর্চার গতিধারা।
নাসির উদ্দীন ইউসুফের হাত ধরে এদেশের অভিনয় শিল্প পেয়েছে হুমায়ুন ফরীদি, সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, রাইসুল ইসলাম আসাদ প্রমুখের মতো অভিনয়শিল্পী। বর্ণাঢ্য জীবনের অধিকারী নাসির উদ্দীন ইউসুফ পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান একুশে পদক (২০১০)। কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেওয়াটাকে শ্রেষ্ঠ বলে মনে করেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি একজন যোগ্য স্বামী এবং পিতা। তার স্ত্রী মঞ্চকুসুম ও সংগীত শিল্পী শিমূল ইউসুফ। একমাত্র সন্তান এষা ইউসুফও একজন সংস্কৃতিককর্মি। আপাদমস্তক এই যোদ্ধা পেশাগত জীবনে একজন উদ্যোক্তা। সে ক্ষেত্রেও তিনি একজন সফল মানুষ।
এলএ/এমএস