কুবিতে শিক্ষকদের কর্মবিরতি চলছে


প্রকাশিত: ০৭:০১ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

স্বতন্ত্র বেতন স্কেল চালু, সিলেকশন গ্রেড, টাইম স্কেল পুনর্বহালের দাবিতে এবং ৮ম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে।

জানা যায়, বুধবার সকাল থেকে কুবির শিক্ষকরা সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই কর্মসূচিতে অংশ নিয়েছে।

কুবির প্রশাসন ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করছে শিক্ষকরা। এ বিষয়ে দুপুর সাড়ে ১২ টায় কুবি থেকে মুঠোফোনে প্রক্টর আইনুল হক জাগো নিউজকে জানান, আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। আগামী রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মহাসমাবেশ থেকে হয়তো আরো কঠোর কর্মসূচি আসতে পারে।

তিনি আরো জানান, মঙ্গলবার একটি অনুষ্ঠানে মাননীয় অর্থমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে যে অনাকাঙ্খিত মন্তব্য করেছেন এতে শিক্ষকদের মাঝে আরো ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাই শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত সরকারকেই শিক্ষকদের ন্যায্য দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।