১১২ মেডিকেলে আসন ১০৬৭৪টি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৩ জুন ২০১৯

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন দেশে বর্তমানে সরকারি, বেসরকারি ও সেনাবাহিনী নিয়ন্ত্রিত ১১২টি মেডিকেল কলেজ আছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৬টি, বেসরকারি ৭০টি এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত ৬টি।

রোববার (২৩ জুন) জাতীয় সংসদে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর (রংপুর-২) এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এসব মেডিকেল কলেজের মধ্যে ৩৬টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৪০৬৮টি আসন, বেসরকারি মেডিকেল কলেজে ৬২৩১টি আসন এবং সেনাবাহিনীর মেডিকেল কলেজে ৩৭৫টি আসন রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সার্বিক বিবেচনায় গুরুত্বপূর্ণ জেলা সমূহে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। ভবিষ্যতে জেলার ভৌগলিক অবস্থান, জনসংখ্যার পরিমাণ, প্রয়োজনীয়তা ইত্যাদি বিষয়ে জরিপ করে প্রয়োজনীয় নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হবে।

এইচএস/এমএমজেড/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।