বৃষ্টি ঝরছে, তবে তাপমাত্রা বাড়তে পারে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ২২ জুন ২০১৯

শনিবার সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। দুপুর পৌনে ১টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর বলছে, আজ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

অধিদফতরের আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে বৃষ্টি হলেও সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে অধিদফতর জানিয়েছে।

এ ছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। ঢাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে। দুপুর ১২টায় এ অঞ্চলের তাপমাত্রা ছিল ৩২.৩০ সে.।

অপরদিকে গতকাল চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দেয়া তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এখনও তোলা হয়নি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরগ লঘুচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।