রাজউকের সেবা সপ্তাহ শুরু হচ্ছে রোববার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪০ এএম, ২২ জুন ২০১৯

সেবা গ্রহীতাদের সহজে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামীকাল (রোববার) থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাদের সেবা সপ্তাহ শুরু করছে। ২৩ জুন (রোববার) শুরু হয়ে সেবা সপ্তাহ চলবে আগামী ২৭ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) আতিকুর রহমান।

তিনি জানান, আগামী ২৩ থেকে ২৭ জুন রাজউক ভবনে ‘রাজউক সেবা সপ্তাহ ২০১৯’ অনুষ্ঠিত হবে। সেবা সপ্তাহ চলাকালে ভূমি ব্যবহার ছাড়পত্র, ভবন নির্মাণ অনুমোদনপত্র, রাজউকের প্লট-ফ্ল্যাটের নামজারি, হস্তান্তর, দান-সেবা, আম-মোক্তার অনুমোদন ইত্যাদি সেবাসমূহ প্রদান করা হবে। আগামী (২৩ জুন) রোববার মতিঝিলের রাজউক ভবনে সেবা সপ্তাহ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদ।

এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, সেবা গ্রহীতাদের সহজ এবং দ্রুততম সময়ে সেবা প্রদানই রাজউকের সেবা সপ্তাহ উদযাপনের মূল লক্ষ্য।আগ্রহী সেবা গ্রহীতাদের সেবা সপ্তাহে সেবা গ্রহণ এবং সেবা উন্নয়নে পরামর্শ প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি।

এএস/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।