বিক্রয়কর্মী থেকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদো


প্রকাশিত: ০৭:০৮ এএম, ২০ অক্টোবর ২০১৪

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিলেন ‘জোকোয়ি’ নামে পরিচিত জোকো উইদোদো (৫৩)। খবর আলজাজিরার।

দেশটির রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ওই শপথ অনুষ্ঠানে আঞ্চলিক নেতারা ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট উপস্থিত ছিলেন।

গত জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ৫৩ শতাংশ ভোট লাভ করে জয়ী হওয়া উইদোদোর সামনে এখন প্রধান চ্যালেঞ্জ অর্থনৈতিক সমৃদ্ধি পুনরুদ্ধার ও দুর্নীতি নির্মূল করা।

বিক্রয়কর্মী থেকে প্রেসিডেন্ট
কিছুদিন আগেই ভারতে চা বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী। এবার ইন্দোনেশিয়ায় দেখল আসবাবপত্র বিক্রয়কর্মী থেকে প্রেসিডেন্ট হওয়ার ঘটনা।

১৯৬১ সালে সলো শহরে এক কাঠ বিক্রেতার ঘরে জন্মগ্রহণ করেন উইদোদো। বিশ্ববিদ্যালয় থেকে বনবিদ্যায় গ্রাজুয়েশেন সম্পন্নের পর কাজ শুরু করেন আসবাবপত্র বিক্রয়কর্মী হিসেবে। এরপর নেমে যান আসবাবপত্র ব্যবসায়।

উইদোদোর রাজনৈতিক জীবনের সূচনা হয় পিডিআই-পি দলে যোগদানের মাধ্যমে। ২০০৫ সালে দলটির সদস্য হিসেবে সলোর মেয়র নির্বাচিত হন তিনি। ২০১০ সালে ৯০ শতাংশেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে পুনর্নিবাচিত হন।

২০১২ সালে দেশটির রাজধানী জাকার্তার মেয়র হিসেবে নির্বাচিত হন উইদোদো। এরপরের গল্প তো সবারই জানা। তিনিই দেশটির প্রথম নেতা হিসেবে সম্ভ্রান্ত রাজনৈতিক শ্রেণীর বাইরে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।