৯ দিনে রোগীকে ১০৭৩ ট্যাবলেট সেবন, হাসপাতালে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৪ পিএম, ২০ জুন ২০১৯

রাজধানীর ফার্মগেট এলাকার গ্রিন রোডে অবস্থিত সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। বৃহস্পতিবার (২০ জুন) রাত সাড়ে ৯টা দিকে এ অভিযান শুরু হয়েছে।

জানা গেছে, সোশ্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হওয়া এক হার্টের রোগীকে ১ হাজার ৭৩টি ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে বিল দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালাচ্ছে র‌্যাব-২ এর সদস্যরা।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, ৯ দিন আগে ভর্তি হওয়া হার্টের এক রোগীকে ১ হাজার ৭৩টি ট্যাবলেট খাওয়ানো হয়েছে বলে বিল দিয়েছে হাসপাতালটি। একজন রোগীর পক্ষে ৯ দিনে কিভাবে এতগুলো ট্যাবলেট খাওয়া সম্ভব? এ বিষয়ে অভিযোগ পাওয়ায় সত্যতা যাচাইয়ে অভিযান চালাচ্ছে র‌্যাব-২ এর সদস্যরা।

precription

অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এআর/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।