সৌদি গেছেন ৩৯ হাজার হজযাত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবারের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ৮৪টি বিশেষ ও ২২টি সিডিউল ফ্লাইটসহ মোট ১০৬টি ফ্লাইট পরিচালনা করেছে। পরিবহন করা হজযাত্রীর পরিমাণ ৩৯ হাজার ৩শ ২৫ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ আগস্ট থেকে শুরু হওয়া হজ কার্যক্রম চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত হজ-পূর্ব ফ্লাইটে মোট ৫১ হাজার হজযাত্রী পবিত্র হজ পালনে বিমানে জেদ্দা গমন করবেন।
এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ এক হাজার ৭শ ৫৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।
এবার বিমান হজযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে ১৬টি হজ ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ১১টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত আরো পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হবে।
এছাড়া, সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য নির্ধারিত তিনটি হজ ফ্লাইটের মধ্যে দুইটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। আগামী রোববার সিলেট থেকে তৃতীয় ও শেষ হজ ফ্লাইটি পরিচালনা করা হবে।
বিমানের ফিরতি হজ ফ্লাইট আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএম/বিএ