উত্তরায় ডিএনসিসির অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২০ জুন ২০১৯

রাজধানীর উত্তরায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার অভিযানকালে উত্তরার রবীন্দ্র সরণি, রাজলক্ষ্মী, সোনারগাঁ জনপদের দুই শতাধিক অবৈধ দোকান, সিঁড়ি, শেড উচ্ছেদ করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

dncc-ucced

অভিযানের মাধ্যমে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখার অপরাধে সিটি কর্পোরেশন আইন অনুযায়ী সোনারগাঁ জনপদের ‘নন্দন কানন ডেভেলপারস’ এবং ৭নং সেক্টরের ২৮নং সড়কে ‘সিনথিয়া বিল্ডার্স’র প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এএস/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।