ভূমিকম্পে উদ্ধারের যন্ত্রপাতির উন্নয়নে হাজার কোটি টাকার প্রকল্প

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২০ জুন ২০১৯

আগুন নিবারণ ও ভূমিকম্পে উদ্ধারের যন্ত্রপাতির উন্নতিকরণে ১ হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বৃহস্পতিবার (২০ জুন) সংসদে কুড়িগ্রাম-২ আসনের পনির উদ্দিন আহমেদের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ডা. মো. এনামুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বর্তমানে আগুন নিবারণ ও ভূমিকম্প থেকে উদ্ধারের কাজে যন্ত্রপাতি উন্নতিকরণের জন্য ১ হাজার কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি শিগগিরই বাস্তবায়ন করা হবে।

বেগম গ্লোরিয়া ঝর্ণা সরকারের (মহিলা আসন-৩০) এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দাকোপ উপজেলায় স্মরণকালের আইলায় ক্ষতিগ্রস্ত কিছু সংখ্যক পরিবার এখনও বেড়ি বাঁধের উপর টং ঘরে বসবাস করছেন।

গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে টিআর কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে দাকোপ উপজেলায় ২৪টি ঘর এবং বটিয়াঘাটা উপজেলায় ২২টি ঘরের বরাদ্দ দেওয়া হয়েছে।

এইচএস/আরএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।