দারিদ্রের হার বাড়বে ১৫% : টিআইবি


প্রকাশিত: ০৬:০২ এএম, ০৯ জুলাই ২০১৪

বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভার হিসেবে ২০৩০ সালের মধ্যে সামগ্রীক দারিদ্রের হার আরও ১৫% বেড়ে যাবে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ও সুশাসন : প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক অগ্রগতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময়  সভায় বক্তারা এ কথা বলেন।

এছাড়া সমুদ্র স্ফীতিজনিত লবনাক্ততা এবং তাপামাত্রার ঊর্ধ্বগতির ফলে ২০৫০ সালের মধ্যে ধান এবং গমের উৎপাদন যথাক্রমে ৮% এবং ৩২% হ্রাস পেতে পারে বলেও জানানো হয়।

মতবিনিময় সভায় এর প্রতিবেদন তুলে ধরেন জলবায়ু অর্থায়ন ও সুশাসন চ্যালেঞ্জ এর সমন্বয়ক মো: জাকির হোসেন খান।

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এড.সুলতানা কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড.ইফতেখারুজ্জামান প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।