ফার্মেসিতে ৩ মাস আগের মেয়াদোত্তীর্ণ ওষুধ, গ্রিনরোডে অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২০ জুন ২০১৯

রাজধানীর গ্রিনরোডে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। অভিযানের শুরুতে গ্রিনরোড মোড়ের একটি ফার্মেসিতে তিন মাস আগে মেয়াদ শেষ হওয়া ওষুধ পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় শুরু হয় এই অভিযান। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

medicine

অভিযানের শুরুতে একটি ফার্মেসিতে সানম্যান-বারডেম ফার্মার এসবি মেট-৮৫০ নামের একটি ওষুধের বাক্সে দেখা যায়, এর মেয়াদ ২০১৯ সালের মার্চে শেষ হয়েছে। তিন মাস পেরিয়ে গেলেও ওষুধটি এখনও দোকানে রাখা হয়েছে। এ ধরনের আরও ওষুধ পাওয়া গেছে ফার্মেসিতে।

অভিযানের বিষয়ে সারোয়ার আলম বলেন, অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে। সম্প্রতি হাইকোর্টের এক আদেশে ফার্মেসি থেকে মেয়াদউত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়।

এআর/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।