অবৈধ প্রতি সিমে ৪ হাজার টাকা জরিমানা


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

নির্ধারিত সময়ের পর বাজারে অবৈধ সিম পাওয়া গেলে মোবাইল অপারেটরদের সিমপ্রতি ৪ হাজার টাকা (৫০ ডলার) জরিমানা গুণতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার নিবন্ধিত সিম পুনরায় নিবন্ধন ও অনিবন্ধিত সিম নিবন্ধনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়ার পর তিনি এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

চিঠিতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারে অপারেটরদের এক্সেসের সুযোগ দিতে বিটিআরসিকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

এনআইডি সার্ভারে এক্সেসের সুযোগ পাওয়ার পর জরিমানার বিষয়টি কার্যকর করা হবে।

তিনি বলেন, এনআইডি সার্ভারে এক্সেসের সুযোগ পাওয়ার পর অপারেটররা যাচাই করে অনিবন্ধিত সিম বন্ধ করতে পারবে। নির্ধারিত সময়ের পর বাজারে অবৈধ সিম পাওয়া গেলে আইন অনুযায়ী তাদের প্রতিটি সিমের জন্য ৫০ ডলার করে জরিমানার বিধান রয়েছে, তা প্রযোজ্য হবে।
 
জরিমানার বিষয়ে মোবাইল ফোন অপারেটরদের চিঠি দেওয়া হবে বলে জানান তারানা হালিম।

বিটিআরসির হিসাবে গত জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে ছয়টি মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ।

এসএ/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।