বেরোবি শিক্ষক সমিতির পূর্ণদিবস কর্মবিরতি


প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদে ও স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বেরোবি)।

মঙ্গলবার দিনব্যাপি ক্যাম্পাসে অস্থায়ী মঞ্চ তৈরি করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

এদিকে, একই দাবিতে শিক্ষক সমিতির পক্ষ থেকে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করতে আগামীকাল বুধবার সকাল ১১টায় জরুরি সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষকরা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যের কঠোর সমালোচনা করেন এবং নিন্দা জানান। পরে সমিতির পক্ষ থেকে শিক্ষকবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সঙ্গে সাক্ষাতৎ করে শিক্ষকদের চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করে সহযোগিতা করার অনুরোধ জানান।

কর্মসূচিতে সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণসহ বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

সজীব হোসাইন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।