ব্যাংক কর্মীদের প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের নির্দেশ


প্রকাশিত: ০২:২৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের কর্মীদের প্রভিডেন্ট অথবা পেনশন ফান্ডের টাকা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ট্রেজারি সিকিউরিটিজে বিনিয়োগের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্প্রতি ব্র্যাক ব্যাংক ও ব্লুমবার্গ এলপির আয়োজনে ‘সেকেন্ডারি মার্কেটের উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর এস কে সুর চৌধুরী এ কথা জানান।
 
তিনি বলেন, স্থিতিশীল সেকেন্ডারি বন্ড মার্কেটের উন্নয়নের ক্ষেত্রে প্রধান সমস্যা সরকারি ও বেসরকারি পেনশন ফান্ড না থাকা। তাই বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংককে তাদের কর্মীদের প্রভিডেন্ট অথবা পেনশন ফান্ডের টাকা ট্রেজারি সিকিউরিটিজে বিনিয়োগের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক ইসলামিক বন্ড মার্কেট প্রতিষ্ঠায় ইতোমধ্যে সরকারকে সাহায্য করছে বলে তিনি জানান।

সুর চৌধুরী বলেন, বন্ড মার্কেটে সিকিউরিটাইজড এসএমই লোনের লেনদেন এবং রিটেইল কাস্টমাররা তাদের জমাকৃত টাকা সেইভিং সিকিউরিটিজ থেকে ট্রেজারি সিকিউরিটিজে বিনিয়োগ করে সৃষ্টিশীল উদ্যোগ গ্রহণে এগিয়ে আসবে।

সেকেন্ডারি মার্কেটের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে চল্লিশটির বেশি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মীরা সেমিনারে অংশগ্রহণ করেন। ব্র্যাক ব্যাংক ও ব্লুমবার্গ এলপির যৌথ আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা বিভাগের জেনারেল ম্যানেজার মো. আওলাদ হোসাইন চৌধুরী এবং ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মাঈনুদ্দিন আহমেদ।

এসআই/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।