মোদি একনায়ক : সারতাজ আজিজ


প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

গত মাসে ভারত-পাকিস্তান নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক বাতিল হয়ে যাওয়ার পর দেশ দুটির শীর্ষ কর্মকর্তারা যেন বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। ওই বৈঠক বাতিল হয়ে যাওয়ার জন্য পাল্টাপাল্টি দোষারোপ চলছে। দুই দেশের সেনাপ্রধান রীতিমতো যুদ্ধ প্রস্তুতির হুশিয়ারিও দিয়েছেন।

এবার বাকযুদ্ধে নতুন মাত্রা যোগ করলেন পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একনায়ক বললেন পাকিস্তানের এই নিরাপত্তা উপদেষ্টা।

মঙ্গলবার ইসলামাবাদে তিনি বলেন, পাকিস্তান বিরোধী ভাবাবেগকে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছেন মোদি। এখন তিনি পাকিস্তান-ভারত আলোচনায় বিষয়বস্তু নিজেই ঠিক করে দিয়ে একনায়কের মতো আচারণ করছেন। পাকিস্তান তা কখনোই মেনে নেবে না তা নয়াদিল্লিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান আজিজ।

এর আগে ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছিল পাকিস্তানের এই নিরাপত্তা উপদেষ্টা। পরে একইভাবে হুমকি দেয় পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং পাক সেনাবাহিনীর প্রধান।

মঙ্গলবার আবারো হুঁশিয়ারি দিয়ে আজিজ বলেন, যুদ্ধ হলে ভারতকে সমুচিত জবাব দেবে পাকিস্তান। তিনি বলেন, কাশ্মীর ছাড়া ভারতের সঙ্গে কোনো ফলপ্রসূ আলোচনা সম্ভব নয়।

একই সঙ্গে দাউদ ইব্রাহিমের পাকিস্তানে থাকার বিষয়টিও অস্বীকার করেছেন আজিজ। তিনি বলেন, দাউদ ইব্রাহিমের উদ্দেশ্যে ভারত যদি পাকিস্তানে কোনো গোপন অভিযান চালায় তাহলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।

এদিকে ভারতীয় সেনাপ্রধানের যুদ্ধের হুমকিতে পাকিস্তান কোনো চাপে নেই বলেও মন্তব্য করেন পাক উপদেষ্টা।

দিল্লিতে দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর ডিজি পর্যায়ের বৈঠকের একদিন আগে মঙ্গলবার পাক নিরাপত্তা উপদেষ্টা সারতাজ আজিজ এসব মন্তব্য করলেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।


এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।